Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাগে প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত : আহত ১

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহবাগে প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত ও একজন আহত হয়েছেন। গত সোমবার মধ্যরাতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে খিলগাঁওয়ে চোর সন্দেহে গণপিটুনিতে বিপ্লব নামে এক যুবক নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার এসআই ফিরোজ আলম জানান, প্রাইভেটকার চাপায় নিহত ও আহত মহিলারা ছিন্নমূল। ভিক্ষাবৃত্তি শেষে তারা সুপ্রিম কোর্টের সামনে ফুটপাথে ঘুমাতো। ঘটনার রাতেও তারা ফুটপাথে ঘুমানোর প্রস্তুতি নেয়। এ সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে দুই মহিলা মারা যান এবং একজন আহত হয়েছেন। তিনি জানান, নিহত দু’জনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে ফুটপাথে আশ্রয় নেয়া অন্য মহিলারা জানিয়েছে নিহতদের একজনের নাম হাসিনা (৫০), আরেকজন সাহারা (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত সাফিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। কিন্তু এর চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে।  গাড়ির প্রকৃত মালিককে খোঁজা হচ্ছে।
অপরদিকে খিলগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে বিপ্লব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালের দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার জোড়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ওসি কাজী মইনুল ইসলাম জানান, গতকাল সকালে তিলপাপাড়া এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পরে বিপ্লব। এ সময় স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিপ্লবের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। পোস্টমর্টেম শেষে এ ঘটনায় মামলা করা হবে। নিহত বিপ্লবের বিস্তারিত পরিচয় মেলেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ