Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমঝোতা স্বাক্ষর উন্মুক্ত করা হলেই মালয়েশিয়ায় শ্রমিক যাওয়া শুরু হবে

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ার সঙ্গে করা সমঝোতা স্বাক্ষর উন্মুক্ত হলেই সেদেশে বাংলাদেশী শ্রমিক যাওয়া শরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের এমপি মনিরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য সংসদকে জানান।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় ১০ লাখ, ২০ লাখ শ্রমিক পাঠানো হবেÑ এই সংখ্যাটা আসলে কোথা থেকে এলো, আমি জানি না। মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্বাক্ষরটা এখনো উন্মুক্ত করা হয়নি। এই স্বাক্ষর উন্মুক্ত করা হলে আমাদের লোক যাওয়া শুরু হবে।
জাতীয় পার্টির এমপি নুরুল ইসলাম মিলনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, হুন্ডি ব্যবসা জমজমাট আকারে রূপ নিয়েছে। বৈদেশিক মুদ্রা থেকে রাজস্ব আয় কমে যাওয়ার পেছনে হুন্ডি ব্যবসা দায়ী। তিনি জানান, হুন্ডির ব্যবসা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন প্রকার চেষ্টা চালানো হচ্ছে। অচিরেই এর সুফল খুঁজে পাওয়া যাবে। তখন  বৈদেশিক মুদ্রার গতিটাও বেড়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ