Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি বড় ঘাঁটিও সরিয়ে নিয়েছে চীনা সেনারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

পূর্ব লাদাখে গোগরা-হট স্প্রিংসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দখল করে রাখা এলাকা থেকে চীনা সেনারা প্রায় ৩ কিলোমিটার পিছিয়েছে। স্যাটেলাইটের নতুন ছবি থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই এলাকায় তৈরি করা একটি বড় ঘাঁটিও সরিয়ে নিয়ে গেছে চীনা সেনারা। ভারতীয় এলাকার মধ্যেই দুদেশের সেনাদের মধ্যে ‘বাফার জোন’ তৈরি করা হয়েছে। ২০২০ সালে গালোয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। তারপর থেকে দফায় দফায় আলোচনার পর কিছু এলাকা থেকে সেনা সরায় দু’দেশই। ১৭ জুলাই ভারত ও চীনা সেনাদের মধ্যে ১৬তম দফার আলোচনা হয়। এর পরেই গোগরা এলাকা থেকে সেনা সরিয়ে নেয় দুদেশ। সেনা সরানোর বিষয়ে একমত হওয়ার পরেই উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়।কিন্তু শুক্রবার দুই রাষ্ট্রনেতা এক মঞ্চে থাকলেও লাদাখ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি প্রধানমন্ত্রী মোদী। এ নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এর আগে ১২ আগস্ট তোলা একটি উপগ্রহ চিত্রে দেখা গেছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে একটি এলাকায় বড় ঘাঁটি তৈরি করেছিল চীনা সেনা। ঘাঁটির চারপাশে ছিল পরিখা। এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ