Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার প্রতিটি গ্রামকে শহরে পরিণত করছে : রেলপথমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৩ পিএম

রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বত্র সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি গ্রামকে শহরে পরিণত করছে।

তিনি বলেন, সরকার দরিদ্র গ্রামবাসীদের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় এনেছে, কারণ তাদের জীবনযাত্রার পরিবর্তনের জন্য অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছে।

তিনি আরও বলেন, দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে এবং একই সাথে সরকার গ্রামবাসীদের মাঝে নিরাপদ পানি সরবরাহের পরিকল্পনা নিয়েছে।

সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় গতকাল শুক্রবার জেলার বোদা উপজেলার ময়দানদীঘিতে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুজন বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে গত ১৪ বছরে দেশে কোনো খাবারের অভাব না থাকায় এখন গ্রামের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে।

তিনি বলেন, সরকার ৫০ লাখ পরিবারের মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করায় প্রায় ১ কোটি মানুষ কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য সেবা পাচ্ছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র ওহাহিদুজ্জামান সুজা, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।

জনস্বাস্থ্য বিভাগ পাইপ লাইনের মাধ্যমে এই নিরাপদ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে অন্তত ৬ শতাধিক পরিবার নিরাপদ খাবার পানি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ