Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্নপত্রে ১৯টির প্রশ্ন নেই!

ইবির ভর্তি পরীক্ষা

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রিন্ট ভুলে ১৯টি প্রশ্ন বাদ পড়েছে। ফলে শিক্ষার্থীরা চরম বিড়ম্বনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বাদ পড়া প্রশ্ন ফটোকপি করে শিক্ষার্থীদের দেয়া হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তৃতীয় দিনের ৪র্থ শিফটে বিকাল ৪টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি নির্দেশিকায় ৩টি বিষয়ের ৮০টি প্রশ্ন থাকার উল্লেখ রয়েছে। তন্মধ্যে রসায়ন ৩০টি, জীববিজ্ঞান এবং গণিত ৩০টি, ইংরেজি ১০টি প্রশ্ন থাকার কথা। ওই শিফটের পরীক্ষায় প্রশ্নে ‘এ’ সেটে ৮০টি প্রশ্ন থাকলেও ‘বি’ সেটে ১৯টি প্রশ্ন কম ছিল। প্রিন্ট ভুলে এক পৃষ্ঠা দুইবার ছাপানো হয়েছে।  ফলে রসায়নের ৯টি ও ইংরেজির ১০টি প্রশ্ন ছাপানো বাদ পড়ে। শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাবার পর প্রশ্নপত্র দেখতে গেলে ‘বি’ সেটের ১৯টি প্রশ্ন কম দেখতে পায়। শিক্ষার্থীরা পরিদর্শককে বিষয়টি অবহিত করলে পযগুলো রয়েছে সেগুলো উত্তর করার জন্য বলে। পরে বাদ পড়া প্রশ্নগুলো দেয়া হবে বলে জানান। পরে ২০ থেকে ৩০ মিনিট পর বাদ পড়া প্রশ্ন দেয়া হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছে। বাদ পড়া প্রশ্নের জন্য সময় দেয়ার কথা বললেও কিছু কক্ষের শিক্ষার্থীদের সময় দেয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে। ফলে তারা অসমাপ্ত উত্তরপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
প্রশ্ন বাদ পড়ার বিষয়টি নিয়ে ক্যাম্পাসে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকে মনে করছেন, প্রশাসনকে বেকায়দায় ফেলতে বিষয়টি পরিকল্পিতভাবে করা হয়েছে।
এদিকে প্রশ্ন বাদ পড়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহাকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
‘ডি’ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. শামসুল আলম বলেন, ‘ভুলে কিছু প্রশ্ন বাদ পড়েছে। পরে বাদ পড়া প্রশ্ন শিক্ষার্থীদের দিয়ে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করেছি।’
ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘এমন একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটবে আমরা কিছুতেই বুঝতে পারিনি। এ ঘটনার জন্য ট্রেজারার মহোদয়কে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাবার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ