পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : সঞ্চয়পত্র বিক্রি অস্বাভাবিক হারে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ২২ হাজার ৮৫০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। যা লক্ষ্যমাত্রার প্রায় ৮১ শতাংশেরও বেশি। সর্বশেষ গত অক্টোবর মাসে ৬ হাজার ২০০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বরে ৫ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ, আগস্টে ৬ হাজার ৩২৭ কোটি ৬১ লাখ ও জুলাইয়ে ৪ হাজার ৯৩২ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। সে হিসাবে প্রতিদিন এখন গড়ে ২০০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ের তুলনায় এবার সঞ্চয়পত্রের নিট বিক্রি প্রায় দ্বিগুণ। গত ২০১৫-১৬ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই-অক্টোবর সময়ে ৯ হাজার ৩৩ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে সরকার সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ধরেছিল ১৫ হাজার কোটি টাকা। সুদের হার কমানোর পরও বিক্রি না কমায় সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ২৮ হাজার কোটি টাকা ধরা হয়। অর্থবছর শেষে দেখা যায়, সঞ্চয়পত্র থেকে ৩৩ হাজার ৬৮৮ কোটি ৬০ লাখ টাকা ধার করেছিল সরকার। বর্তমানে পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয়পত্রের প্রচলন রয়েছে। -ওয়েবসাইট
আলহাজ্ব টেক্সটাইলের লেনদেন স্থগিত আজ
ইনকিলাব ডেস্ক : আজ বুধবার লেনদেন বন্ধ রাখবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আজ ৭ ডিসেম্বর বুধবার আলহাজ্ব টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রের্কড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানি। আগামীকাল ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। -ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।