Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এক মাস আগের দই মিষ্টি কেক বিক্রি!

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

আগস্ট মাসে তৈরি মেয়াদোত্তীর্ণ দই, মিষ্টি ও জন্মদিনের কেক বিক্রি করার দায়ে নগরীর কাটগড়ের ফার্মভিলেকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুলকলিকে মোড়কীকরণ বিধিমালা না মানায় ১০ হাজার টাকা, খাজা হোটেলকে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ করায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে নগরীর এনায়েতবাজার এলাকায় অনন্যা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সকাল ১০টা থেকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও আনিসুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ