Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্নেল (অব.)শহিদউদ্দিনের তিন বছর কারাদণ্ড

দুদকের মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় কর্নেল (অব:) মো:শহিদ উদ্দিন খানকে ৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান মঙ্গলবার এ রায় দেয়।রায়ে কারাদণ্ডের পাশাপাশি কর্ণেল (অব:) শহিদউদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
আদালত সূত্র জানায়,দুর্নীতি দমন কমিশনের (দুদক)করা ‘নন-সাবমিশন’ মামলায় গত ৮ আগস্ট চার্জ গঠন করেন আদালত।বিচার প্রক্রিয়ায় ৬ জন সাক্ষ্য দেন। আসামিকে ‘পলাতক’ দেখিয়ে বিচার সম্পন্ন করা হয়।রায়ে আদালত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর আগে শহিদ উদ্দিন খানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি অভিযোগের অনুসন্ধান করে দুদক। রাজধানীর বারিধারায় শহিদ উদ্দিন খানের পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট এবং যুক্তরাজ্যের লন্ডনে ২টি বাড়ি আছে।যার আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা।এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে সংস্থাটি।এছাড়া তাছাড়া,শহিদ উদ্দিন খান এবং তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংকে ১২টি অ্যাকাউন্ট আছে। স্ত্রী-কন্যার নামে ঢাকার প্রচ্ছায়া লিমিটেড’এ ৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ শেয়ার এবং কুমিল্লায় কোটি টাকা দামের কোল্ড স্টোরেজ আছে। লন্ডনে তাদের নামে ‘জুমানা ইনভেস্টমেন্টস অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেড’ এ বিনিয়োগ এবং সাইপ্রাসে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।শহিদ উদ্দিন খানের ভাই মোহাম্মাদ আলী খানের নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যাংকে ৩০ লাখ ৩৯ হাজার দিরহাম জমা ছিল,যা জুমানা ইনভেস্টমেন্টস অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেডে হস্তান্তর করা হয়েছে।শহিদ উদ্দিন খান ও তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে অন্তত: ৩০ কোটি ৫০ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ আছে।এসব তথ্যের ভিত্তিতে ২০২০ সালের ১৬ আগস্ট শহিদ উদ্দিন খানের সম্পদ বিবরণী চাওয়া হয়।কিন্ত নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় সংস্থার উপ-পরিচালক জালালউদ্দিন আহমেদ গতবছর ২৪ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করেন।এর আগে চাকরিচ্যুত এই কর্মকর্তাকে একটি মামলায় ৯ বছর কারাদণ্ড এবং আরেকটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। প্রসঙ্গত:সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত এই কর্মকর্তা যুক্তরাজ্যে থেকে সরকার বিরোধী নানা তৎরপরতায় লিপ্ত রয়েছেন-মর্মে অভিযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ