Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ৩টি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট প্রদানকারী স্ট্যান্ডার্ড চার্টার্ডই দেশের একমাত্র ব্যাংক

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও আরসিএইচ-এ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৯ পিএম

অক্সিজেনের নির্ভরযোগ্য ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে সম্প্রতি টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল-কে (টিএমসি ও আরসিএইচ) মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। সাম্প্রতিক মহামারিতে কোভিড-১৯, কার্ডিওভাস্কুলার ও রেসপিরেটরি ডিজিজসহ অন্যান্য রোগের ক্ষেত্রেও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের চাহিদা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সকলে আরও একবার অবহিত হয়েছে। তাই স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই উদ্যোগ। বুধবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতাল ও রোগীদের চাহিদা পূরণে টিএমসি ও আরসিএইচ-কে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সক্ষম একটি প্রেসার সুইং আবসর্পশন (পিএসএ) অক্সিজেন প্ল্যান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এই প্ল্যান্টের মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ৬০৮ লিটার, যা প্রায় ১৮০ জন রোগীর অক্সিজেন সুবিধা পূরণ করতে পারবে। গতবছর দেশের ৩টি কমিউনিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট অনুদানের ঘোষণা দেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড, যার মধ্যে এটি দ্বিতীয় এবং পিএসএগুলো স্থাপন সম্পন্ন হয়ে গেলে প্ল্যান্টগুলোর মোট ধারণক্ষমতা দাঁড়াবে প্রতি মিনিটে ১৭০০ লিটার, যা দৈনিক সর্বোচ্চ ৪০০ রোগীকে সেবা প্রদান করবে।

পিএসএ মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট-এর উদ্বোধনকালে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাজের এজাজ বিজয়; স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কভারেজ, কর্পোরেট, কমার্শিয়াল ও ইন্সটিটিউশনাল ব্যাংকিং এনামুল হক; স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিটপী দাস চৌধুরী; টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল-এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. হোসনে-আরা বেগম; বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর এ এফ এম শাহীনুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, “কোভিড-১৯ এর কঠিন বাস্তবতা আমাদের সমাজ ব্যবস্থার ত্রুটিগুলো দেখিয়ে দিয়েছে, বিশেষ করে ভবিষ্যতের সংকট মোকাবেলায় উন্নত স্বাস্থ্যখাতের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। আর তাই আমরা টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালসহ দেশের ৩টি কমিউনিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করি। এগুলো স্থাপনের মাধ্যমে অগণিত রোগীদের অক্সিজেন চাহিদা পূরণ হবে, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী এর মাধ্যমে বিশেষ উপকৃত হবে বলে আমি মনে করি। এই প্ল্যান্টটি শুধু দৈনন্দিন চাহিদা মেটাতেই নয়, বরং ভবিষ্যতে কোভিড-এর মতো সংকট মোকাবেলা করতেও টিএমএস ও আরসিএইচ-কে সাহায্য করবে। উন্নত স্বাস্থ্যসেবা দীর্ঘদিন যাবত বগুড়ার মানুষদের অন্যতম চাহিদা ছিল। এই প্ল্যান্টটি বগুড়ায় দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য সংস্থানসমূহের বিকাশ ও প্রবৃদ্ধি নিশ্চিতের প্রথম পদক্ষেপ যা ক্রমবর্ধমানশীল বিশ্বে দেশের স্বাস্থ্যখাতকে শক্ত অবস্থানে টিকিয়ে রাখতে সাহায্য করবে। টিএমএসএস মেডিকেল কলেজ ও আরসিএইচ স্থানীয় জনসাধারণের কল্যাণে সর্বদা স্বচেষ্ট এবং তাদের সাথে অংশদারীত্ব করতে পেরে আমরা আনন্দিত।”

টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল-এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. হোসনে-আরা বেগম বলেন, “মহামারি চলাকালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তবে মানবতার সেবায় আমরা সেই পরিস্থিতি সামলানোর যথাসাধ্য চেষ্টা করি। আমাদের ১,০০০ শয্যাবিশিষ্ট রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে (আরসিএইচ) এবং ২৫০ শয্যাবিশিষ্ট টিএমএসএস ক্যান্সার কেয়ার সেন্টারে (টিসিসিসি) রোগীদের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা অত্যাবশ্যক হয়ে পড়ে। আমাদের সেই প্রয়োজনের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে অর্থনৈতিক এবং মানবিক উন্নয়নে পাশে দাঁড়ায় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। আর তাদের অর্থায়নেই রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে (আরসিএইচ) অক্সিজেন জেনারেটর স্থাপন হয়েছে। টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল পরিবার স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতি কৃতজ্ঞ।”

চলতি বছরের শুরুতে (মার্চ মাসে) চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে প্রথম পিএসএ মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপন করে ব্যাংকটি। এই অনুদানের মাধ্যমে অক্সিজেন সরবরাহ নিশ্চিতে ব্যবস্থাগ্রহণকারী দেশের প্রথম ব্যাংক হয়ে ওঠে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালে এটি ছিল দ্বিতীয় এবং সেপ্টেম্বরের শেষে তৃতীয় ও সর্বশেষ অক্সিজেন প্ল্যান্টটি জামালপুরে ইউনাইটেড ট্রাস্টের নিকট হস্তান্তর করা হবে।

বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসকারী দরিদ্র ও গ্রামীণ জনগণের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে, ১৯৯৫ সালে বগুড়া জেলার ঠেঙ্গামারা’য় অধ্যাপক ডা: হোসনে-আরা বেগম টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল-এর (টিএমসি ও আরসিএইচ) প্রতিষ্ঠা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ