Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লোরে চিকিৎসা সেবা দেয়া খুবই দুঃখজনক : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১:৩৬ এএম

সরকারি হাসপাতালের ফ্লোরে চিকিৎসা সেবা দেয়ার বিষয়কে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশের মানুষের জীবন মান উন্নত হয়েছে, গড় আয়ু ও মাথাপিছু আয় বেড়েছে। অথচ সরকারি হাসপাতালে গেলে দেখা যায় এত রোগী ভর্তির জন্য ভির করে যে সেই চাপ সামলাতে হাসপাতালের ফ্লোরেও চিকিৎসা সেবা দিতে হয়। সেবার বিষয়টি ঠিক আছে, কিন্তু ফ্লোরে চিকিৎসা সেবা দেয়াটি খুবই দুঃখজনক বিষয়। এটি আর হতে দেয়া যাবে না।

মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে দেশের ৫০টি জেলার বিভিন্ন হাসপাতালে ৭৪টি শেখ রাসেল এসসিএএনইউ (বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্র) উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যদি পার্শ্ববর্তী দেশ ভারতে ভালো চিকিৎসা দিতে পারে, যদি থাইল্যান্ড চিকিৎসা সেবা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ করতে পারে, তাহলে আমরাও পারবো চিকিৎসা সেবা দিয়ে মানুষের সন্তুষ্টি অর্জন করতে।

জাহিদ মালেক বলেন, ফ্লোরে চিকিৎসা দেয়া অচিরেই বন্ধ করতে সব রকম কাজ করা হবে। এজন্যই এবার আমরা মাঠে নেমে যাচ্ছি। ঢাকার পাশাপাশি দেশের প্রতিটি জেলা শহরের হাসপাতাল সেবা ব্যবস্থা মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে দুটি মনিটরিং টিম করা হয়েছে। ঢাকার বাইরে প্রতিটি হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। দেশের আট বিভাগেই ঢাকার মান অনুযায়ী উন্নত হাসপাতাল তৈরি করা হচ্ছে। এতে ঢাকার উপর চাপ কমে যাবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। এটি হবে সবচেয়ে বেশি রোগীর উন্নত চিকিৎসা সেবা এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো ও আদর্শ চিকিৎসা কেন্দ্র।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, ইউনিসেফের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ টিটু মিয়া, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ