পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পদ্মা সেতুতে একটি প্রাইভেটকারকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে প্রাইভেটকারটির দুমড়ে মুচড়ে গেছে। আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ড্রাইভারসহ একই পরিবারের ৪জন। এতে এক শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়। গতকাল বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪১ থেকে ৪২ নম্বর পিয়ারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ কারণে ৩০ মিনিট সেতুতে মাওয়া-জাজিরামুখী লেনে যানবাহন চলাচল ব্যাহত হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আশরাফ ইনকিলাবকে জানান, সেতুতে প্রাইভেটকারের পেছন দিয়ে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস এতে প্রাইভেটকারে থাকা ড্রাইভারসহ পরিবারের ৪ জন আহত হয়েছে। এদের মধ্য একটি বাচ্চা গুরুতর আহতে হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা (বিবিএ) তাদের উদ্ধার করে একটি এ্যাম্বুলেন্সে করে ঢাকা পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি। বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।