Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় শুল্কমুক্ত সুবিধা দাবি বাণিজ্যমন্ত্রীর

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনেতিক রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দুই দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়ার দাবি জানিয়েছেন। গতকাল সোমবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি জানান।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি ও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ সম্মেলনের আয়োজন করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি, অন্য দেশগুলোর মতো মালয়েশিয়াও তাদের বাজারে আমাদের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে। এ ব্যাপারে আমি মালয়েশিয়া সরকারকে আমাদের পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিতে অনুরোধ জানাচ্ছি। মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ১৪ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। অন্যদিকে এ সময়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ১২০ কোটি ডলার। ২০১৫-১৬ অর্থবছরে মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১৯ কোটি ডলার। এই পরিসংখ্যান দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ককেই নির্দেশ করে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। সম্মেলনে তিনি দ্রæতবর্ধনশীল খাতগুলোতে মালয়েশিয়াকে বিনিয়োগে এগিয়ে আসতে আহŸান জানান।
তোফায়েল আহমেদ বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে প্রকৃতিগতভাবেই সুসম্পর্ক বজায় আছে। বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হলে দুই দেশেরই উন্নয়ন হবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশব্যাপী ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করবে সরকার। ইতিমধ্যে ২২টি অঞ্চলের কাজ শুরু হয়েছে। যার মধ্যে সরকারিভাবে ১৯টি এবং বেসরকারিভাবে তিনটি অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ব্যবসার জন্য একটি অর্থনৈতিক অঞ্চল নির্বাচন করে নেয়ার সুযোগ রয়েছে মালয়েশিয়ার জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মালয়েশিয়ার বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক উপমন্ত্রী আহমেদ বিন মাসলাম, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শাহিদুল ইসলাম, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি মো. আলমগীর জলিল, সিটি ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহাইল আরকে হোসেইন প্রমুখ। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে মালয়েশিয়ার শিল্পো্েদ্যাক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী সংগঠনের নেতারা মতবিনিময় করেন। অর্থনীতিবিদসহ বিভিন্ন পর্যায়ের ৭০ জন কর্মকর্তা মালয়েশিয়ার এ সম্মেলনে অংশ নেন। মালয়েশিয়ার প্রায় ২০০ বিনিয়োগকারী সম্মেলনে উপস্থিত রয়েছেন।
ল²ীপুরে ব্যবসায়ীদের বিক্ষোভ
ল²ীপুর জেলা সংবাদদাতা : ল²ীপুরে সোমাবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা দোকান বন্ধ করে বণিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
ব্যবসায়ীরা জানান, শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার নামে মাত্রাতিরিক্ত অর্থদÐ করা, ল²ীপুর বাজারের দোকানের ভ‚মি উন্নয়ন কর গ্রহণ না করা ও ৫ টাকা, ২ টাকা ও ১ টাকার নোট (কয়েন) ব্যাংকে না নেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তাই অবিলম্বে এসব সমস্যার সমাধান দাবি করেন ব্যবসায়ীরা।
সকালে শহরের চকবাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বাজারের সকল ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ল²ীপুর বণিক সমিতির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উল্লাহ, ক্রীড়া সম্পাদক এহতেশাম হায়দার বাপ্পি প্রমূখ।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। তবে মোবাইল কোর্ট পরিচালনায় ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ