পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হোসেন মাহমুদ : আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনটিতে একটি ঘটনা গোটা পরিস্থিতিকে যেন আমূলে পাল্টে দেয়। পাকিস্তানী সৈন্যদের সাথে দেশের প্রায় সর্বত্র চলে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী লড়াই। নয় মাস ধরে জীবনবাজি রেখে লড়াইরত মুক্তিবাহিনীর সদস্যরাসহ ভারতে আশ্রয়গ্রহণকারী এক কোটি মানুষ এবং খোদ বাংলাদেশে দখলদারদের হত্যা-নির্যাতনে অতিষ্ঠ মানুষ যখন কায়মনোবাক্যে স্বাধীনতার জন্য আকুল হয়ে প্রার্থনা করছিল, তখনই ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। এদিন ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। সকালে নয়াদিল্লীতে ভারতীয় লোকসভার অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, অবর্ণনীয় বাধা-বিপত্তি সত্ত্বেও বাংলাদেশের জনগণ বীরত্বপূর্ণ সংগ্রামে মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের জন্ম দিয়েছে। সতর্কতার সাথে সাথে বিবেচনার পর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়। আকাশবাণী সকাল সাড়ে ১০টায় বিশেষ সংবাদ হিসেবে এ স্বীকৃতিদানের কথা প্রচার করে। ভারতের স্বীকৃতি প্রদানের এ ঘটনা বাংলাদেশের তাবৎ মানুষকে আশা ও আনন্দে নতুন করে উজ্জীবিত করে। মুক্তিযোদ্ধাদের মনোবল বিপুলভাবে বৃদ্ধি পায়। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল এমএজি ওসমানী বলেন, এই স্বীকৃতি বাংলাদেশকে শত্রুর কবল থেকে মুক্ত করতে সহায়ক হবে। কোলকাতায় বাংলাদেশ মিশনে মিশন প্রধান এম হোসেন আলী এদিন দুপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। বাংলাদেশের সর্বত্র মিত্র ও মুক্তিবাহিনীর আক্রমণের তীব্রতা বৃদ্ধি পায়। এদিকে ঢাকায় পাকিস্তানী জেনারেলরা তখনও অলীক স্বপ্নে বিভোর। এদিন পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী সাংবাদিকদের সাথে এক ঘরোয়া বৈঠকে দাবী করেন, পঁচিশ বছর ধরে পাকিস্তান টিকে আছে, ভবিষ্যতেও থাকবে। এর দশ দিনের মাথায়ই পাকিস্তান সেনাবাহিনীর সেই লজ্জাকর আত্মসমর্পণের ঘটনা ঘটে ঢাকার রেসকোর্স ময়দানে। ১৯৭১ সালের আজকের দিনে আখাউড়া, বকশিগঞ্জ, কলাপাড়া, কলারোয়া, পীরগঞ্জ (রংপুর), বড়লেখা, চুনারুঘাট, দামুড়হুদা, দর্শনা, ছাতক, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, ফেনী, মেহেরপুর, শ্রীমঙ্গল, ছাগলনাইয়া প্রভৃতি স্থান হানাদারমুক্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।