Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় আঞ্চলিক মহাসড়কে ধস ড্রেজার জব্দ

ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শরণখোলা উপজেলা সংবাদদাতা : শরণখোলার লাকুড়তলা এলাকায় আঞ্চলিক মহাসড়কে অন্তত ১শ’ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। সড়কটি পাশের খাল থেকে গত এক সপ্তাহ ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় এ ঘটনা ঘটেছে। বালু উত্তোলনকারী ড্রেজারটি উপজেলা প্রশাসন জব্দ করেছে।
ঘটনার পর থেকে ওই সড়কে বাস ও অন্যান্য যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দেখা দিয়েছে। গতকাল সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এদিকে, উপজেলার বিভিন্ন খাল, ডোবা নালা ও পুকুর থেকে শ্যালো মেশিন লাগিয়ে উন্নয়ন প্রকল্পসহ ব্যক্তিগত বসতবাড়ির ভরাট কাজে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় বেশ কয়েকটি বাড়ি-ঘর ও রাস্তা দেবে যাবার ঘটনা ঘটেছে।
জানা যায়, শরণখোলা-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের খালে একটি ড্রেজার বসিয়ে লাকুড়তলা গ্রামের কিসলু জমাদ্দার গত এক সপ্তাহ ধরে তার বাড়িতে ভরাট কাজে বালু উত্তোলন করে আসছিল। মাটির গভীর থেকে অত্যধিক পরিমাণে বালু তোলায় গতকাল ভোর রাতে হঠাৎ করে রাস্তার প্রায় ১শ’ মিটার জায়গা নিয়ে বড় ধরনের ফাটল দেখা দিলে রাস্তার মাটি দাবতে শুরু করে। ফলে ওই এলাকা দিয়ে যাত্রীবাহী বাসসহ যানবাহন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। যে কোনো সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অতুল ম-ল ঘটনাস্থল পরিদর্শন করে ড্রেজারটি জব্দ করেছেন। ড্রেজারটির মালিক মংলা উপজেলার গাববুনিয়ার ফারুক সরদার বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ড্রেজারটির মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুম জানান, রাস্তার ক্ষতির পরিমাণ দেখতে কর্মকর্তা পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ