Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে দুই জেলায় ঝরল আরো দুই প্রাণ

চাঁদপুরে দুই বাহনের সংঘর্ষে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চাঁদপুরের কচুয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুুুখোমুখি সংঘর্ষে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত হয়েছেন। গতকাল বিকেলে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে কচুয়া-গৌরিপুর সড়কের সাচার হাটমুড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওয়াজউদ্দীনও তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিকুন্নাহার। তাদের বাড়ি উপজেলার বারৈয়ারা গ্রামের মোল্লা বাড়ি। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য জানান । নিহতের ভাই রবিউল্ল্যাহ ও ছফিউল্ল্যাহ জানান, আমরা চার ভাই ও তিন বোনের মধ্যে ওয়াজউদ্দীন প্রথম। গত বছর প্রবাস থেকে ফিরে বারৈয়ারা উত্তরপাড়ার নজরুল ইসলামের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক আমার ভাই-ভাবির প্রাণ কেড়ে নিয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল ও সাচার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, ওয়াজউদ্দীন তার স্ত্রীসহ সিএনজিচালিত অটোযোগে সাচার থেকে বারৈয়ারা যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে আসা কচুয়াগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওয়াজউদ্দীন ও সাবিকুন্নাহারের মৃত্যু হয়।
এদিকে দেশের দুই জেলায় সড়কে নিহত হয়েছেন দু’জন। ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় এক, যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। গত শুক্র ও শনিবার বিভিন্ন সময়ে এ দুর্ঘটনা সংঘঠিত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদন :

ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় গত শুক্রবার কোন এক সময়ে ধীরেন্দ্র নাথ বালা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ধীরেন্দ্র নাথ বালা উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত দূর্লভ বালার ছেলে। স্থানীয় পুলিশের ভাষ্য মতে, ধীরেন্দ্র নাথ বালা ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। বাড়ি ফেরার সময় পুরুরা বটতলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় সালথা সদর বাজার থেকে আসা একজন মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে মাটিতে মাটিতে পড়ে যান। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার্ড করেন। নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা জানান, যশোর-খুলনা মহাসড়কের তালতলা নামক স্থানে খুলনাগামী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন আয়েশা সিদ্দিকী ইরানী নামের এক নারী। গতকাল সকালে উপজেলার তালতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার সময় মোটরসাইকেলে বসে থাকা আয়েশা সিদ্দিকী ইরানী মহাসড়কের তালতলা নামক স্থানে ছিটকে পড়লে খুলনাগামী গড়াই বাসের চাকায় পিষ্ট হন তিনি। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ