Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমাধান হয়নি মূল সমস্যার

আলোচনা সভায় মেনন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে মূল সমস্যার সমাধান হয়নি মন্তব্য করে তিস্তা সমস্যার সমাধান না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘চীন বিপ্লবের মহানায়ক মাও জে দং-এর ৪৬তম মৃত্যু বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আক্ষেপ প্রকাশ করেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

রাশেদ খান মেনন বলেন, ভারত থেকে প্রধানমন্ত্রী ঘুরে এলেন। কিন্তু মূল সমস্যাগুলোর আশাবাদী সমাধান দেখছি না। তিস্তার সমস্যা ঝুলে রইলো, একইভাবে কুশিয়ারা থেকে পানি প্রত্যাহারের অনুমতি নিলাম। এখন আনন্দ হচ্ছে যে কুশিয়ারা থেকে পানি প্রত্যাহার করতে পারবো। কিন্তু মেঘনা বেসিনে গিয়ে এটা কতখানি সংকট সৃষ্টি করবে, নাকি করবে না তা নিয়ে কোনো সমীক্ষায় কিন্তু আমরা যাইনি। তিনি বলেন, এখন আমাদের জন্য অনেক বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে নদী নিয়ে। গঙ্গা চুক্তি ২০২৬ সালে শেষ হয়ে যাচ্ছে। অথচ সংযোগ স্থল দিয়ে পানি প্রবাহ নিয়ে এখনো পর্যন্ত কোনো যৌথ সমীক্ষা করতে পারিনি।
মন্ত্রীদের বক্তব্যের কঠোর সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, তাদের কাছে যদি জিজ্ঞেস করি, তাহলে বলবে ১৯ লাখ টন খাদ্য আছে। কৃষি মন্ত্রী বলবেন গুদামে পর্যাপ্ত সার মজুত আছে। কিন্তু মাঠে যখন যান, দেখবেন আমাদের কৃষক সে সার পাচ্ছে না। বলা হচ্ছে সারের পর্যাপ্ত সংগ্রহ আছে। কিন্তু তালিয়ে দেখছি সারের সংকট হচ্ছে। সবচেয়ে বড় সংকটে আছে কৃষক। আর কৃষককে বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলন সম্ভব হবে এটা ভুল কথা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ শামশির, দলটির মতাদর্শ ও প্রশিক্ষণ বিভাগ প্রধান ড. সুশান্ত দাস, কামরুল আহসান, সমাজ গবেষক শামসুল হুদা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ