Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নিবন্ধনহীন ক্লিনিকে যমজ নবজাতকের মৃত্যু আটক ৪

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

নগরীর দক্ষিণ পাহাড়তলী থানাধীন ঝর্নাপাড়ায় নিবন্ধনবিহীন মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারে অক্সিজেনের অভাবে দুই যমজ নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ডবলমুরিং থানায় চিঠি দিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন। গত বৃহস্পতিবার আইনগত ব্যবস্থা নিতে এ চিঠি পাঠানো হয়। অভিযুক্তরা হলেন- বৃষ্টি রাণী দে ও নাসরীন বেগম।
গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ওই ডেলিভারি সেন্টারে অটোটেম্পু চালক মো. মনিরের স্ত্রী লাভলি বেগম দুই যমজ নবজাতকের জন্ম দেন। মনিরের অভিযোগ ১০ হাজার টাকা বিল পরিশোধ করতে না পারায় নবজাতকদের আটকে রাখা হয়। পরে তার চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করে। ততক্ষণে একটি শিশু মারা যায়। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেকজন।
সিভিল সার্জনের চিঠিতে উল্লেখ করা হয়, অভিযোগ পেয়ে গত বুধবার ওই প্রতিষ্ঠানে গিয়ে তালাবদ্ধ দেখা যায়। অভিযুক্তরা চিকিৎসা পেশার উপযুক্ত কোনও সনদ দেখাতে পারেনি। এছাড়া প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিলো। সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি দিয়েছি। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, এ ঘটনায় ইতিমধ্যে মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারের ৪ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিভিল সার্জনের চিঠির প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ