Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর ভারত সফর ভোটাধিকার হরণের ষড়যন্ত্রের সফর : গণফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন সফর নয়, এই সফর অবৈধভাবে ক্ষমতা দখল রাখতে জনগণের ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্রের সফর। ইতোপূর্বে যা অবৈধ সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুখ ফসকে বলে ফেলেছিলেন। এসব ছলচাতুরী এদেশের মানুষ জানে তাই এবার কোনভাবেই ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনের সুযোগ নেই। গণফোরাম নেতারা গতকাল দলের কার্য নির্বাহী পরিষদের এক বৈঠকে এসব কথা বলেন। গণফোরাম সভাপতির কার্যালয়ে নির্বাহী পরিষদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

গণফোরামের (একাংশের) সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশ কিছুই অর্জন করতে পারেনি। বাংলাদেশ ভারতকে কানেক্টিভিটির সমস্ত লাইন দিয়েছে কিন্তু তিস্তা চুক্তি এখনও হয়নি। নেপাল-ভুটান থেকে সরাসরি বিদ্যুৎ পাওয়ার সম্ভবনা ছিল কিন্তু তাও পায়নি বাংলাদেশ। প্রধানমন্ত্রীর ভারত সফর ও শেখ হাসিনা- নরেন্দ্র মোদির বৈঠকে বাংলাদেশের জন্য শুভঙ্করের ফাঁকি। তিনি বলেন- বাংলাদেশের একটি বিশাল অঞ্চল মরুভূমি ও মানব শূন্য হওয়ার পূর্বেই ঐ মানবতাকে রক্ষা করার লক্ষ্যে অবিলম্বে তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু করতে হবে, প্রয়োজনে তিস্তা সমস্যা সমাধানে চীনের সাথে আলোচনা করে উদ্যোগ নিতে হবে।

গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন- দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পরে যৌথ বিবৃতিতে দেখা যায় বাংলাদেশ ভারতের বাজারে পাকাপোক্ত ভাবে পরিগণিত হবে। এটা স্বাধীন-সর্বভৌম বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়।গণফোরাম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী বলেন- প্রধানমন্ত্রীর এই সফর অবৈধভাবে ক্ষমতা দখল রাখতে জনগণের ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্রের সফর। ইতোপূর্বে যা অবৈধ সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুখ ফসকে বলে ফেলেছিলেন। এসব ছলচাতুরী এদেশের মানুষ জানে তাই এবার কোনভাবেই ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনের সুযোগ নেই। গণফোরাম নেতারা গতকাল দলের কার্য নির্বাহী পরিষদের এক বৈঠকে এসব কথা বলেন। গণফোরাম সভাপতির কার্যালয়ে নির্বাহী পরিষদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি এডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, এডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ