Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রখ্যাত হাফেজ তাকরিম সউদী যাচ্ছে আজ

মক্কায় হিফজুল কোরআন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

আগামী ১০-২১ সেপ্টেম্বর সউদী আরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার মেধাবী ছাত্র হাফেজ সালেহ আহমদ তাকরিম আজ শুক্রবার জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। তার সফর সঙ্গী হিসেবে মারকাযু ফয়জিল কোরআনের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুনও রয়েছেন।
গত মে মাসে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত বাছাই প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে একমাত্র প্রতিযোগী হিসেবে সালেহ আহমদ তাকরিম নির্বাচিত হন। উল্লেখ্য, সে ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি লিবিয়ায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ