Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, রাজনীতি করা মানুষের অধিকার। কিন্তু দলীয় রাজনীতি কীভাবে হবে, সেখানে রাজনীতি যারা করবেন, সেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের বোঝাপড়া, সৌহার্দ থাকা উচিত। তবে আমরা চাই, দলীয় রাজনীতির নামে যেন কোনো বিশৃঙ্খলা, অরাজকতা না হয়।

গতকাল বুধবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, যদি ইতিবাচক রাজনীতি থাকে, আমার মনে হয় না প্রতিষ্ঠানের দিক থেকে কোনো আপত্তি থাকার কথা। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের জাতি হিসেবে যত অর্জন তার প্রতিটিতে ছাত্র রাজনীতি বিশেষ অবদান রেখেছে সবসময়। রাজনীতি সচেতন হওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। বিশেষ করে শিক্ষার্থীরা আমাদের দেশের জন্য ভবিষ্যৎ। ভবিষ্যৎ নেতৃত্ব যে গড়ে উঠবে তা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গড়ে উঠবে।

দীপু মনি বলেন, রাজনীতির আশ্রয় নিয়ে কেউ যেন অন্যায়ভাবে কোনো ধরনের নেতিবাচক কিছু না করে। যদি ইতিবাচকতা থাকে আমার মনে হয় না সেখানে প্রতিষ্ঠানের দিক থেকেও কোনো আপত্তি থাকার কথা।
প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে নোটিশ দিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা জানিয়েছে।



 

Show all comments
  • সত্য কথা ৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪৫ এএম says : 0
    শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদেরকে অভিভাবকরা পাঠান শিক্ষিত হওয়ার জন্য। সেসব শিক্ষার্থীকে বলি হতে হয় শিক্ষাপ্রতিষ্ঠানের রাজনীতির। শিক্সার সাতে রাজনীতির কোন সম্পর্ক থাকা উচিত না। সারাদেশে শিক্সাপ্রতিষ্ঠানে রাজনীতির বিভিন্ন উদাহরণ সম্পর্কে দেশবাসী খুব ভালোভাবে অবগত আছে। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী সবরকম রাজনীতির আওতামুক্ত হওয়া উচিত। এই ছাত্র রাজণীতির নামে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান না, সারা দেশে যাচ্ছেতাই করে এসেছে, করে যাচ্ছে আওয়ামীলীগ/বিএনপি যেকোনো দলই। এই শিক্ষামন্ত্রী মাদ্রাসাতে রাজনীতি নিষিদ্ধ করে এখন নিজেদের দলের সাফাই গাওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি বন্ধ করতে পারেনা বলে গান গাচ্ছে। কেন মাদ্রাসার বেলায় আরেক নীতি, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সময় আরেক নীতি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ