Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামিন হয়নি মিনহাজের

প্রিজন ভ্যানে হামলা মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

হুজি নেতা মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা মামলায় গ্রেফতার মিনহাজুল ইসলামকে জামিন দেননি হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান এবং বিচারপতি মো. আতাবুল্লাহর ডিভিশন বেঞ্চ জামিন আবেদনটি দৈনন্দিন কার্যতালিকা থেকে বাদ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হাসিনা জাহান হাজারি। সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া শুনানিতে অংশ নেন।
২০১৭ সালের ৫ মার্চ বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকায় মুফতি হান্নানসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। ওই সময় ঘটনাস্থল থেকে মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে অগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও চাপাতি উদ্ধার করা করা হয়। এ ঘটনায় করা মামলায় মিনহাজকে মাধবদী থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা। মিনহাজুল নরসিংদীর মনোহরদী উপজেলার কাটিকাটা উত্তর এলাকার রতন মিয়ার পুত্র।
ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসমিকে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় হাজিরার জন্য কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ওইদিন সকালে ঢাকায় আদালতে পাঠানো হয়। হাজিরা শেষে প্রিজনভ্যানে করে কাশিমপুর ফিরিয়ে আনার পথে বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকায় প্রিজনভ্যান এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়। সন্ত্রাসী হামলার একাধিক মামলায় ২০১৭ সালের ১২ এপ্রিল মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ