Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে দুই দেশের মধ্যে সুরমা-কুশিয়ারা নদীর পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বিষয়ে ৭টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত। গতকাল মঙ্গলবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সই হওয়া এসব সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়।

এর আগে হায়দরাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক করেন। প্রথমে তারা একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বীপক্ষিয় বৈঠক করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী।

দু’দেশের মধ্যে যে ৭টি সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলো হচ্ছে, ১. সুরমা-কুশিয়ারা প্রকল্পের অধীনে কুশিয়ার নদী থেকে বাংলাদেশ কর্তৃক ১৫৩ কিউসেক পানি প্রত্যাহার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ)। বাংলাদেশের পক্ষে এমওইউতে সই করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। ভারতের পক্ষে সই করেন পানিশক্তি মন্ত্রণালয়ের পানিসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের সচিব পঙ্কজ কুমার। ২. বৈজ্ঞানিক সহযোগিতা বিষয়ে ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সিএসআইআর) সঙ্গে বাংলাদেশের সিএসআইআরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এতে বাংলাদেশের পক্ষে সই করেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। অন্যদিকে ভারতের পক্ষে সই করেন সিএসআইআরের মহাপরিচালক ড. এন. কালাইসেলভি। ৩. বাংলাদেশের সুপ্রিম কোর্টের সঙ্গে ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এতে বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রাব্বানি এবং ভারতের পক্ষে বিচারপতি এ.পি. সাহি সই করেন।

৪. ভারতের রেলওয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের প্রশিক্ষণের জন্য দুই দেশের রেল মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক সই করে। এতে বাংলাদেশের পক্ষে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান এবং ভারতের পক্ষে অতিরিক্ত সচিব পদমর্যাদার রেলওয়ে বোর্ডের মুখ্য নির্বাহী পরিচালক ভি জি ভুমা সই করেন। ৫. বাংলাদেশ রেলওয়ের তথ্যপ্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয় আরেকটি সমঝোতা স্মারক সই করে। এতে বাংলাদেশের পক্ষে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান এবং ভারতের পক্ষে দেশটির রেলওয়ে বোর্ডের ইডিটি (ট্রাফিক) দীপক কুমার ঝা সমঝোতা স্মারকে সই করেন।

৬. ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘প্রসার ভারতীর’ সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ টেলিভিশন। এমওইউতে বাংলাদেশের পক্ষে সই করেন বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন এবং ভারতের প্রসার ভারতীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মায়াঙ্ক কুমার আগারওয়াল। ৭. মহাশূন্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করে বিটিসিএল এবং এনএসআইএল। সমঝোতা স্মারকটিতে সই করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান ও সিইও ড. শাহজাহান মাহমুদ এবং ভারতের পক্ষে এনএসআইএল চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. রাধাকৃষ্ণাণ। ##



 

Show all comments
  • khan ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৫ এএম says : 0
    কান্ডারী যখন সজাতিরে ছেড়ে বিজাতিরে ভালোবাসে অভাগা সেই জাতির কপালে দুর্ভোগ নেমে আসে,,,এটাই কি আমাদের স্বাধীনতার দাবি ছিল,এক দেশ থেকে মুক্তি পেয়ে ওপর দেশের গোলামী করা,,,
    Total Reply(0) Reply
  • khan ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৬ এএম says : 0
    কান্ডারী যখন সজাতিরে ছেড়ে বিজাতিরে ভালোবাসে অভাগা সেই জাতির কপালে দুর্ভোগ নেমে আসে,,,এটাই কি আমাদের স্বাধীনতার দাবি ছিল,এক দেশ থেকে মুক্তি পেয়ে ওপর দেশের গোলামী করা,,,
    Total Reply(0) Reply
  • jack ৭ সেপ্টেম্বর, ২০২২, ১:২১ পিএম says : 0
    আমরা ভারতের সাথে সব সম্পর্ক ছেদ পড়তে চাই অথচ আমাদের ভারতের পদলেহী সরকার আমাদের দেশটাকে ভারতের কাছে বিনা মূল্যে বিক্রি করে দিয়েছে
    Total Reply(0) Reply
  • jack ৭ সেপ্টেম্বর, ২০২২, ১:২৩ পিএম says : 0
    51 বছর ধরে আমরা পাকিস্তান থেকে স্বাধীন করেছিলাম লক্ষ্য লক্ষ্য রক্তের বিনিময় আর সেই রক্তের করে অসম্মান করে আমাদের দেশটাকে ভারতের কাছে পরাধীন করে দিয়েছে আমাদের দেশে কোন ইন্ডাস্ট্রি নাই আমরা কোন কিছু বানাতে পারি না সব ভারত না হলে রাশিয়া না হলে চাইনার পরে নির্ভর করতে হয় একটা রাষ্ট্র কখনো বিদেশী রাষ্ট্রপতি নির্ভর করে দেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারেনা দেশদ্রোহী সরকার এই ভাবেই পরদেশে উপরে নির্ভর করে তাদের কাছ থেকে ঋণের টাকা নিয়ে লুটপাট করে সব বিদেশে পাঠিয়ে আমাদের দেশটাকে একদম ফোকলা করে দিয়েছে আল্লাহর গজব পড়ুক আল্লাহর গজব পড়ুক আল্লাহর গজব পড়ুক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ