Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দিতে বক্তব্য দিয়ে সবাইকে চমকে দিলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৮ এএম

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন ভাষায় বক্তব্য দিয়েছেন। সফরের দ্বিতীয় দিন দেশটির রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশের সরকারপ্রধান। সেখানে বাংলা ও ইংরেজির পাশাপাশি হিন্দিতে কথা বলে সবাইকে চমকে দেন বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রীর তার কয়েক মিনিটের বক্তব্য শুরু করেন ইংরেজি দিয়ে। কিছুক্ষণ এই ভাষায় কথা বলার পর হিন্দিতে কথা বলেন। হিন্দিতে কথা বলতে গিয়ে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশটিতে থাকাকালীন স্মৃতির কথা তুলে ধরে। শেখ হাসিনা বলেন, ‘ছয় বছর এখানে থেকেছি। একটু একটু হিন্দি শিখেছি। তাই চেষ্টা করলাম হিন্দিতে বলতে।’ পরে বাংলায় ভারতবাসীকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‌দুই দেশের মানুষের মধ্যে কানেকটিভিটি বাড়াতে ও দারিদ্র্য কমাতে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশের সরকারপ্রধান।

বক্তব্য শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে মোদির সঙ্গে ফটোসেশনে অংশ নেন শেখ হাসিনা। পরে মোদির সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে গাড়িতে ওঠে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে যান। সেখানে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লেখার পর সই করেন।



 

Show all comments
  • Mamun ৬ সেপ্টেম্বর, ২০২২, ৩:০৭ পিএম says : 0
    Very good ,
    Total Reply(0) Reply
  • Abu Talib ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৭ পিএম says : 0
    উনার English আর Hindi তো একই রকম শুনা যায়, বুঝবে কেমনে মানুষ!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ