Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএইচবিএফসি, রাকাব ও প্রবাসী ব্যাংকে নতুন এমডি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:২০ পিএম
বিশেষায়িত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), প্রবাসী কল্যাণ ব্যাংক এবং গৃহঋণের বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (বিএইচবিএফসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
 
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হককে রাকাবের এমডি করা হয়েছে। আর রাকাবের এমডি আব্দুল মান্নানকে বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
 
অন্যদিকে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমানকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি করা হয়েছে।
 
সোমবার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত রাষ্ট্র মালিকানাহীন বিশেষায়িত ব্যাংক রাকাব ও প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি এবং সোনালী ব্যাংকের ডিএমডিকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলিপূর্বক নতুন কর্মস্থলে পদায়ন করা হলো।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ