পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রংপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়।
রমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান, রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দু’জন এবং ভোরে একজনের মৃত্যু হয়েছে। আহত বাকিদের মধ্যে আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক। প্রবল বৃষ্টির মধ্যে রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে জোয়ানা পরিবহনের একটি বাসের সাথে ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। উদ্ধারকাজে অংশ নেন পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
যাত্রীদের অভিযোগ, বেপরোয়া গাড়ি চালানো আর নেশার ঘোরে এ দুর্ঘটনা ঘটেছে। রং সাইডে গাড়ি চালোনোর কারণে এ দুর্ঘটনা বলেও অভিযোগ তাদের।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ খতিবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন, রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সাথে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। এদিকে দেশের দুই জেলায় সড়কে নিহত হয়েছেন আরো দু’জন। গতকাল বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা সংঘঠিত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত:
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন এবং আহত হয়েছে ৪ জন। গতকাল উপজেলার কাপ্তাই সড়ক ঘাটচেক চৌ-রাসস্তার মোড়ে ঘটনা ঘটে। আহতরা রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা রয়েছে। নিহত তৌদিুল ইসলাম মাইক্রোবাসের সহকারী, সে রাঙ্গামাটি জেলার রফিকুল ইসলামের ছেলে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, সীতাকুণ্ডে বড়দারোগার হাট এলাকায় সড়কে মো. জাবেদ নামক এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি ফেনী সদরের পূর্ব গবিন্দপুর গ্রামের মো. শাহাজান’র ছেলে। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড়দারোগারহাট স্কেল এলাকায় এ ঘটনাটি সংঘঠিত হয়। স্থানীয় ও পুলিশ ভাষ্য মতে, এদিন দুপুর আনুমানিক ২টার দিকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগার হাট স্কেল এলাকা অতিক্রম করছিল। এ সময় সামনে থাকা একটি ট্রাককে দেখে ব্রেক করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঐ ট্রাকের নিচে ঢুকে পরে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. জাবেদ আহমেদ’র মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।