Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক্সিম ব্যাংকের পল্টন শাখা স্থানান্তর

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গ্রাহকদেরকে আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এক্সিম ব্যাংকের পল্টন শাখাকে নতুন ঠিকানায় (বিএম টাওয়ার, ১০৯ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী, পুরানা পল্টন, ঢাকা) বিস্তৃত পরিসরে স্থানান্তর করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত এই শাখা গতকাল ০৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এক্সিম ব্যাংকের অগ্রযাত্রার কথা উল্লেখ করে বলেন, এক্সিম ব্যাংকের শরীয়াহসম্মত ব্যাংকিং সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এক্সিম ব্যাংক সব সময়ই গ্রাহকবান্ধব ব্যাংক। গ্রাহকদের আরো কাছে আসতে এবং উন্নত সেবা প্রদানের জন্যই আমরা আমাদের পল্টন শাখাকে আরো বিস্তৃত পরিসরে স্থানান্তর করেছি। তিনি এক্সিম ব্যাংকের সাথে আরো নিবিড়ভাবে ব্যাংকিং করার জন্য ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে আহŸান জনান। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমী এহসানুল হক, মোহাম্মদ ফিরোজ হোসেন, মোঃ মুক্তার হোসাইন, মোঃ হুমায়ূন করীর, শাহ্ মোঃ আব্দুল বারী এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও পল্টন এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। Ñপ্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ