পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়ার মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভব ছিলো।এমন মন্তব্য করা হয়েছে হাইকোর্টে দাখিলকৃত প্রতিবেদনে।চট্টগ্রাম জেলা প্রশাসক আদালতে উপস্থাপনের জন্য প্রতিবেদন দাখিল করেন।রিটের পক্ষের অ্যাডভোকেট মো:শাহীনুজ্জামান গতকাল রোববার এ তথ্য জানান।
২০২১ সালের ৫ ডিসেম্বর চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না-এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট।সেইসঙ্গে কোনও উন্নয়নমূলক কাজ চলাকালীন পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না-রুলে তাও জানতে চাওয়া হয়।একইসঙ্গে ওই ঘটনাস্থলে প্রকৃত অবস্থা কেমন এবং সেখানে আর কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা,সেসব বিষয়ে প্রতিবেদন দিতে চট্টগ্রাম জেলা প্রশাসককে নির্দেশ দেন।এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের তৎকালিন ডিভিশন বেঞ্চ এ আদেশ এবং রুল দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।