Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপারিশ করা সার ও কৃষকের ব্যবহারের পার্থক্য নিয়ে চূড়ান্ত হচ্ছে প্রতিবেদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৭ পিএম

দেশে সার ব্যবহারের সুপারিশ করা পরিমাণ এবং বাস্তবে কৃষকরা কতটুকু সার ব্যবহার করে থাকেন, তার পার্থক্যের প্রতিবেদন চ‚ড়ান্ত করার কাজ চলছে। রোববার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ছয় দিনব্যাপী এ চূড়ান্ত পর্যালোচনা কাজের উদ্বোধন করেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম। ‘নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট ফর ডাইভার্সিফাইড ক্রপিং ইন বাংলাদেশ’ (এনইউএমএএন) শীর্ষক পাঁচ বছর মেয়াদি এ গবেষণা কাজটি অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারাল রিসার্চ এবং দেশের কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে অস্ট্রেলিয়ার মার্ডক বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন মার্ডক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড বেল। পার্টনার হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ২০১৮ সালে এ প্রজেক্টটির কাজ শুরু হয়। এটি চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হবে। বর্তমানে চ‚ড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে।

অনুষ্ঠানে কৃষিসচিব বলেন, এ গবেষণার মাধ্যমে পাওয়া সুপারিশগুলো দেশের সার ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে সহায়ক হবে। প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, শস্যের নিবিড়তা বৃদ্ধি, উন্নত জাতের ব্যবহার ও পুষ্টি ব্যবস্থাপনার ফলে দেশে ১৯৭০ সালের তুলনায় বর্তমানে খাদ্যশস্যের উৎপাদন ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু বর্তমানে শস্যের উচ্চ নিবিড়তা, শস্য বহুমুখীকরণ প্রভৃতি কারণে পুষ্টি ব্যবস্থাপনার টেকসই ও লাভজনক ব্যবহারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলোকে সামনে রেখেই গবেষণাটি পরিচালিত হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে পুষ্টি ব্যবস্থাপনা টেকসই ব্যবহারের সুপারিশমালা তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে।

আজকের উদ্বোধন অনুষ্ঠানে মার্ডক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যান্ডু ডিকস, বারির মহাপরিচালক দেবাশীষ সরকার, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের মহাপরিচালক, প্রজেক্টের সমন্বয়কারী বখতিয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ