Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পকলা হচ্ছে সত্য অনুসন্ধানের সাহসী উচ্চারণ : ভিসি ড. মশিউর রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘বিজ্ঞান যদি হয় সত্য উদঘাটন তাহলে শিল্পকলা হচ্ছে সত্য অনুসন্ধানের সাহসী উচ্চারণ। মানুষের ক্ষুধা নিবারণের আদিম যে স্বভাব, সেটি তার চাহিদা বটে। কিন্তু তার গভীরতম চিন্তা বা চাহিদা হলো শিল্প, সাহিত্য, সৃজনশীলতা, কৃষ্টি ও সংস্কৃতি। সমাজকে যদি প্রকৃত অর্থে গড়ে তুলতে হয় তাহলে বিজ্ঞান-ভাবনার পাশাপাশি শিল্পকলার প্রতি গভীর মনোযোগ দেয়া আবশ্যক। এটাই মানবিক সত্তার বিকাশ ঘটায়।’ গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ‘করুণা ও ভীতির গল্প’ ভিত্তিক নাটক প্রদর্শন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভিসি প্রফেসর ড. মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসও যেমন অবশ্য পাঠ্য করেছে ভবিষ্যতে পারফরমিং আর্টস নিয়ে আরও সুনির্দিষ্ট কাজ করার পরিকল্পনা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ড. ইসরাফিল শাহীন ও রহমত আলী। নাটকের নির্দেশনায় ছিলেন ড. আহমেদুল কবির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ