পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্যাতন, মারধর ও সন্তানসহ বের করে দেয়ার অভিযোগে স্ত্রী ইসরাত জাহানের মামলা দায়েরের পর থেকে জাতীয় ক্রিকেটার আল-আমিন হোসেন পলাতক। পুলিশ আল আমিনকে গ্রেফতারের জন্য তার বাসায় গেলেও সেখানে তাকে পাওয়া যায়নি। এমনকি আল আমিনের ফোনও বন্ধ।
গত বৃহস্পতিবার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান স্বামীর বিরুদ্ধে মিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। শুক্রবার সেটি মামলা আকারে নথিভুক্ত হয়। এর পর পুলিম মিরপুর-২ নম্বর রোডে আল-আমিনের বাসায় গিয়েও তাকে পায়নি।
আল-আমিনের স্ত্রী ইসরাত জাহানের মামা মো. সাঈদ বলেন, ঘটনার পর থেকেই আল-আমিন পলাতক। বাসা থেকে পালিয়ে যাওয়ার পর আর বাসায় ফেরেননি। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। তাকে পুলিশ খুঁজলেও এখনো গ্রেফতার করতে পারেনি।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সোহেল রানা জানান, আল আমিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।