পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সরকারের সাথে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে টানা তৃতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন। গত ৩০ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)’র যুগ্মসচিব ও এপিএ ফোকাল পয়েন্ট মাকছুমা আকতার বানু স্বাক্ষরিত এতদসংক্রান্ত ফলাফলপত্রে প্রতিষ্ঠানের কৃতিত্বপূর্ণ এ সাফল্যের তথ্য প্রকাশিত হয়। বিএইচবিএফসিসহ এফআইডি’র আওতাধীন তিন ক্যাটাগরীর মোট ১৮টি দফতর/সংস্থা ২০২১-২০২২ অর্থবছরে এ বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে। এবছরও বিএইচবিএফসি’র প্রাপ্ত নম্বর ক্যাটাগরী নির্বিশেষে উক্ত ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। মোট ১০০ নম্বরের মধ্যে ৯৮.৩৭ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে বিএইচবিএফসি। বিগত ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরেও প্রতিষ্ঠানটি সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে এপিএ-তে প্রথম স্থান লাভ করেছিল।
এপিএ-তে রাষ্ট্রায়াত্ব সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে পুনরায় প্রথম স্থান অর্জন করায় বিএইচবিএফসি’র এপিএ টিম লিডার ও ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অরুন কুমার চৌধুরী তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় এফআইডি’র সংশ্লিষ্ট সকল নির্বাহী, বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সকল পরিচালকবৃন্দ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের সুযোগ্য নেতৃত্ব, নির্দেশনা এবং সর্বাত্মক সহযোগিতার ফলে এ অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এসময় তিনি এ সাফল্যকে কর্পোরেশনের মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরন্তর নিরলস পরিশ্রমের ফসল মর্মেও অভিহিত করেন এবং সকলকে অভিনন্দন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।