Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইভির পাশে থাকবে ১৪ দল -নাসিম

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচন নিয়ে ১৪ দলের বৈঠকে আলোচনা হয়েছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও জনপ্রিয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে জয়ী করতে ১৪ দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তবে সেখানে ১৪ দলের একজন প্রার্থী আছে, সেটা আলোচনা করে সুরাহা করা হবে। এ লক্ষে জোটের শরিক জাসদের প্রার্থীর বিষয়েও একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গতকাল রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক  শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নাসিম বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আমাদের ১৪ দলের শরিক জাসদের একজন প্রার্থী নির্বাচন করছে। তাকে কিভাবে প্রত্যাহার করা যায়, জাসদ নেতাদের সাথে আলোচনা করে শিগগিরই তার সমাধান করা হবে। তিনি জানান, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ ও ড. আবদুর রাজ্জাক জাসদের সাথে আলোচনা করে বিষয়টি সুরাহ করবে। সম্মানজনকভাবে একটা মিমাংসা হবে। জাসদের নেত্রী শিরিন আক্তার বলেছেন, বিষয়টি আলোচনা করে সুরাহ করবে। ১৪ দল নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে একসাথে কাজ করবে।
তিনি বলেন, ১৪ দলের বৈঠকে আমরা একমত হয়েছি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইভীর পাশে সবাই এক সাথে দাঁড়াতে পারব। সবাই একসঙ্গে আইভীর পক্ষে কাজ করে যাব।
নাসিম বলেন, জাতির সামনে আগামী জাতীয় নির্বাচন আসন্ন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং  শেখ হাসিনার অধীনেই হবে। এটি মিমাংসিত বিষয়। নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এটি গঠন করার দায়িত্ব প্রেসিডেন্টের। তিনি নির্বাচন কমিশন গঠন করবেন এবং তার অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে ইনশা আল্লাহ।
খালেদা জিয়ার নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবের প্রসঙ্গে নাসিম বলেন, তার প্রস্তাব অন্তঃসারশূন্য। খালেদা জিয়া আলোচনার নামে একটা ধম্রজাল সৃষ্টি করতে চাইছেন। আশা করি তারা প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দেবেন। প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের নিবন্ধিত সব রাজনৈতিক দলকে ডাকবেন। তাদের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করবেন।
স্বাধীনতা বিরোধীদল জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক সর্ম্পক থাকতে পারে না উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, যারা ৭১ সালে মানুষ হত্যা করেছে, দেশের স্বাধীনতাবিরোধী কাজ করেছে, তাদের সঙ্গে নিয়ে খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। তাদের সঙ্গে আর যাই হোক কেন, রাজনৈতিক সর্ম্পক থাকতে পারে না।
বৈঠকে ১৪ দলের দিলিপ বড়ুয়া, ফজলে হাসান বাদশা, শিরিন আক্তার, নাজমুল হক প্রধান, শফিক আহমেদ, অসীত বরুন রায়, রেজাউর রশিদ, নজীবুল বশর, এম এ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জাফর উল্লাহ, আবদুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আফজাল হোসেন, ফরিদুন নাহার লাইলী, হাবিবুর রহমান সিরাজ, দেলওয়ার হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ