পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী ইসরাত জাহান। রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় ইসরাত জাহান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আল আমিন তাকে অত্যাচার ও মারধর করেন। শুধু তা-ই নয়, দুটি অবুঝ পুত্র সন্তানসহ তাকে বাসা থেকে বের দেয়া হয়েছে। এরপর তার স্বামী আল আমিন অন্য একটি মেয়েকে নিয়ে বাসায় উঠেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান ইনকিলাবকে বলেন, গত বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় আসেন ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান। তার সঙ্গে ছিলেন, নিজের দুই শিশু পুত্র এবং ইসরাতের মা। ইসরাত লিখিত অভিযোগে উল্লেখ করেন, আল আমিন তার কাছে যৌতুক দাবি এবং নিয়মিত তাকে নির্যাতন করে আসছেন। অভিযোগের বিষয়ে আমরা যাচাই-বাছাই ও তদন্ত করছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে বৃহস্পতিবার রাতে তা মামলা আকারে থনিভ’ক্ত করা হয়েছে। মামলায় শুধুমাত্র আল আমিনকেই আসামি করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
এদিকে অন্য মেয়ের সঙ্গে আল আমিনের সম্পর্কের বিষয়ে ইসরাত জাহান বলেন, ওই মেয়ের সঙ্গে আল আমিনের বিয়ে হয়েছে কি না, তা জানি না। কাবিননামাও পাইনি। তবে ওই মেয়ের সঙ্গে আল আমিনের অনেক ছবি আছে। তিনি বলেন, দুটো সন্তান নিয়ে আমি এখন কোথায় যাবো? আমার এখন একটাই চাওয়া, সন্তানদের নিয়ে নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি।
ইসরাত জাহানের মামা মো. সাঈদ বলেন, গত দুই বছর ধরে ক্রিকেটার আল আমিন হোসেন আমার ভাগ্নিকে নির্যাতন করতো। এর আগেও থানায় নির্যাতনের অভিযোগে জিডি করা হয়েছিল। গত ২৫ আগস্ট মারধর করে বাসা থেকে সন্তানদেরসহ ইসরাতকে বের করে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।