পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে অগ্নিদগ্ধ শাহাদাত (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে শাহাদাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ৬০২ নম্বর ওয়ার্ডে হাইডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি ৪ জন চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এই নিয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হলো।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসাধীন অন্যরা হলেন হলেন- মোছা. বেগম (৬০), মোছা. সনিয়া (২৬), মো. ইয়াসিন (১২),ও ইদুনী বেগম (৫০)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।