Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন, সম্পাদক নাফিজা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৬ পিএম

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক বাংলার হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাফিজা দৌলা। শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের এলডি হলে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মসিউর রহমান খান (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী সাজিদুল হক (বিডিনিউজ), অর্থ সম্পাদক পদে সিরাজুজ্জামান হেলালা (জাগো নিউজ) ও দফতর সম্পাদক পদে জেসমিন মলি (বণিক বার্তা)। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- আজমল হক হেলাল, এমরান হোসাইন শেখ, সামসুদ্দিন আহমেদ, মুহাম্মদ সাইফুল্লাহ ও মিজানুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ