পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলি বর্বরোচিত ঘটনা ও সরকারের দমনমূলক ফ্যাসিবাদী দুঃশাসনের বহিঃপ্রকাশ। বিএনপির নেতা কর্মীদের উপর পুলিশের হামলা -আক্রমণ ও নির্বিচার গুলি বর্ষণে নেতা কর্মী হতাহতের ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিরোধীদের উপর সরকার ও সরকারি দলের প্রতিশোধাত্মক সন্ত্রাসী হামলা আক্রমণের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করারও তিনি আহবান জানান। সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল কংগ্রেস প্রস্তুতি কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
সাইফুল হক ক্ষোভের সাথে বলেন, দমন-পিড়ন চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে সরকার ও সরকারি দল সন্ত্রাসী পথ গ্রহণ করেছে। রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে বিরোধীদের কন্ঠরোধ করতে যেয়ে গোটা দেশে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাজপথ দখলে রাখতে যেয়ে তারা প্রতিশোধাত্মক রাজনীতির বিস্তার ঘটাচ্ছে। বিরোধীদের দমন করতে গিয়ে দেশকে তারা গভীর অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে। নারায়ণগঞ্জে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করে তিনি এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহবান জানান।
সাইফুল হক এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্যসচিব আকবর খান, বহ্নিশিখা জামালী, আনছার আলী দুলাল, মাহমুদ হোসেন, ফিরোজ আহমেদ, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।