পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিদেশের সকল শ্রমবাজার থেকে সিন্ডিকেটকে চিরতরে নির্মূল করা হবে। বায়রাকে সিন্ডিকেটমুক্ত করে লাইসেন্স যার ব্যবসা তার নিশ্চিত করা হবে। মানবপাচার আইনের সাংঘর্ষিক ধারা সংশোধন করে বৈধ রিক্রুটিং এজেন্সীর মালিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। ঢাকাস্থ সউদী দূতাবাসে রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকাভুক্তি নিশ্চিত করতে কার্যকরী উদ্যোগ নেয়া হবে। আসন্ন বায়রা দ্বি বার্ষিক নির্বাচনে শ্রমবাজারের দুর্বৃত্ত সিন্ডিকেট চক্রকে ব্যালটের মাধ্যমে প্রতিহত করতে হবে।
আসন্ন ২০২২-২৪ বায়রা নির্বাচনে বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ নির্বাচিত হলে জনশক্তি রফতানির ক্ষেত্রে সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে। লাইসেন্স যার, ব্যবসা তার। সবার জন্য বিশ শ্রমবাজার উন্মুক্ত করা হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে কঠোর ঘোষণা দিয়েছেন বায়রা সম্মিলিত ঐক্য পরিষদের নেতারা।
লাইসেন্স যার, ব্যবসা তার এই শ্লোগানকে সামনে রেখে আগামী ৩ সেপ্টম্বর নির্বাচনে মাঠে নেমেছে বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ। বুধবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ আয়োজিত প্যানেল পরিচিত সভায় ভোটারদের এমন আশ^স্ত করেন বায়রার সাবেক নেতৃবৃন্দ। প্যানেল পরিচিতি সভায় বায়রা সম্মিলিত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ইউনিক ও বায়রার সাবেক সভাপতি মো. নূর আলী বলেন, বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ বিজয়ী হলে মালয়েশিয়ার শ্রমবাজার সবার জন্য উন্মুক্ত করা হবে। সিন্ডিকেট ভেঙে দেয়া হবে। ভোটারদের প্রতি বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ প্যানেলের ২৭ জনকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। প্যানেল পরিচিতি সভায় প্যানেল প্রধান মো. আবুল বাশার চ্যালেঞ্জ দিয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, যদি বিজয়ী হলে জনশক্তি রফতানি খাতে সিন্ডিকেট ভাঙব। সউদী দূতাবাসের সৃষ্ট সঙ্কট নিরসন এবং মানবপাচার আইনের সাংঘর্ষিক ধারা সংশোধন করা হবে। তিনি বলেন, নির্বাচিত হলে শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে না পারলে পদত্যাগ করবো।
শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সহ-সভাপতি মো. হাবিব উল্লাহ ডন, ডা. আরিফুর রহমান, সাবেক সহসভাপতি সৈয়দ গোলাম সারওয়ার, হাবের সাবেক মহাসচিব শেখ আব্দুল্লাহ, বায়রার সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, ফোর সাইট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সচেতন বায়রা গণতান্ত্রিক ঐক্য ফোরামের আহবায়ক মো. মোশাররফ হোসেন ও বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।