পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্ত্রীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বামী মো. শাওন (২০)। রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে এ ঘটনা ঘটে। নিহত শাওন পেশায় ট্রাক চালক ছিলেন। এ ঘটনায় নিহতের ন্ত্রী সুমাইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বনানী থানার ওসি নুরে আজম মিয়া জানান, বুধবার রাত ৮টার দিকে বনানী সাততলা বস্তি এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সুমাইয়া স্বামী শাওনকে ছুরি দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান শাওন। নিহত শাওন পটুয়াখালী সদর জেলার মুজিবুর প্যাদার ছেলে। সাততলা বস্তিতে দ্বিতীয় স্ত্রী সুমাইয়াকে নিয়ে বসবাস করতো।
নিহতের মামা আব্দুর রাজ্জাক বলেন, আমার ভাগিনা শাওন প্রথমে শাহনাজ নামে এক মেয়েকে প্রথমে বিয়ে করে। ওই ঘরে জিহাদ নামে একটি ছেলে রয়েছে। এরপর ১০ মাস হলো প্রেম করে বিয়ে করা দ্বিতীয় স্ত্রী সুমাইয়াকে নিয়ে ঘর করছেন। ধারনা করা হচ্ছে, প্রথম স্ত্রী সন্তানের কথা জানতে পেরে সুমাইয়া ক্ষিপ্ত হয়ে তার স্বামীকে হত্যা করেছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের লাশের ময়না তদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে গেছেন তার স্বজনরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।