Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপথ্যে ফুটপাতের চাঁদা নিয়ে দ্বন্দ্ব

যাত্রবাড়ীতে আ.লীগ নেতা হাবু খুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:১২ এএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ফুটপাতের দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক হাবুকে খুন করা হয়।
গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, হাবু হত্যা মামলার প্রধান আসামি যাত্রাবাড়ী থানা যুবদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে বুধবার গ্রেফতার করে ডিবি। সে জানায়, যাত্রাবাড়ী এলাকায় ফুটপথসহ বিভিন্ন দোকানে চাঁদা তোলা নিয়ে হাবু আর ফাহিমের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল। এর জেরে হাবুকে হত্যার পরিকল্পনা করে ফাহিম।
গত ১৬ আগস্ট সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিক হাবু যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের নিরালা হার্ডওয়্যারের সামনে পৌঁছালে ফাহিম ও তার সহযোগীরা তাকে ছুিরকাঘাতে হত্যা করে।
ফাহিমকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবি প্রধান বলেন, ভুক্তভোগী হাবুর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ