Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থ হয়ে না পড়লে নজরুল বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করতে পারতেন : সংস্কৃতি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৭ পিএম

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কাজী নজরুল ইসলামকে দীর্ঘদিন নির্বাক ও অসুস্থ অবস্থায় কাটাতে না হলে তিনি বাংলা সাহিত্যকে আরো অনেক বেশি সমৃদ্ধ করতে পারতেন।

প্রতিমন্ত্রী বলেন, অসুস্থ ও নির্বাক হয়ে না পড়লে নজরুল বাংলা সাহিত্যকে আরও উচ্চ আসনে, উচ্চ শিখরে অধিষ্ঠিত করতে পারতেন।
আজ রাজধানীর দিলকুশাস্থ কৃষি ভবন সেমিনার হলে নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ সংকলিত ‘নজরুল সাহিত্যের মণিমঞ্জুষা’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা’র সভাপতিত্বে চন্দ্রাবতী একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রাবতী একাডেমির স্বত্বাধিকারী কামরুজ্জামান খন্দকার কাজল। নজরুল সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ