Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালাম পার্টিতে সব শেষ

ছিনতাইয়ে নয়া কৌশল....

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সাধারণ পোশাক আর ভদ্রবেশে ওরা ঘুরে বেড়ায় ব্যস্ত সব রাস্তায়। কোন ব্যক্তিকে টার্গেট করে তার পিছু নেয় ওরা। এক সময়ে তার দিকে এগিয়ে যায় মাত্র একজন। বাকিদের কাজ একজনকে অনুসরণ করা। টার্গেট ব্যক্তিকে ভদ্রবেশে সালাম দেয় ওদের একজন। পরিচিত কেউ ভেবে সালামের উত্তর দিয়ে একটু থমকে দাড়াতেই অনুসরনকৃত বাকিরা ঘিরে ধরেন টার্গেটকৃত ব্যক্তিকে। পাশ দিয়ে ছুঁটে চলা কেউ কিছু বুঝে ওঠার আগেই টার্গেট ব্যক্তির সব কিছু ছিনতাই করে নিয়ে দ্রুতই চম্পট দেয় ওরা। রাজধানীতে এ কৌশলে এখন ছিনতাই হচ্ছে অহরহ। পুলিশের ভাষায় এদের বলা হয় সালাম পার্টি।
নয়া কৌশলে এ ধরনের একাধিক ছিনতাই চক্র গড়ে উঠেছে। যারা ফুটপাতে মানুষকে সালাম দিয়ে গতিরোধ করে, এরপর অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে সবকিছু কেড়ে নেয়। গতকাল বুধবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক। তিনি বলেন, এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এরা হলো মো. পিন্টু মিয়া ও মো. সুমন ।
গত ২১ আগস্ট আগারগাঁও ডাক ভবনের সামনে এক ব্যক্তির কাছ থেকে এভাবে ৮০ হাজার টাকা লুটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুইজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তারা দুইজনই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে। ডিসি বলেন, যেহেতু তাদের কাছে কোনও অস্ত্র থাকতো না, সাধারণ মানুষের মতোই ঘোরাফেরা করতো। তাই তাদের চিহ্নিত করে গ্রুপটিকে ধরা কঠিন ছিল। যেহেতু তাদের সঙ্গে কোনও আলামত নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ