Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির কর্মসূচি ও নেতাদের বাড়িতে হামলা অগণতান্ত্রিক

এনপিপি ও জাগপার বিবৃতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাদের বাগিতে আওয়ামী লীগ ও দুষ্কৃতিকারীদের বর্বরোচিত ও নিষ্ঠুর হামলার প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা গতকাল এক বিবৃতিতে বলেন, ফেনীর দাগণভুঁইয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, লক্ষ্মীপুরে বিএনপির প্রকাশনা সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, যশোরে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাড়ি এবং গাড়িবহরে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, বিরোধী দলের নেতাকর্মীদেও বাড়িতে এবং দলীয় কার্যালয়ে হামলা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। এনপিপি এসব বর্বরোচিত ও নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এদিকে পৃথক বিবৃতিতে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাত এক বিবৃতিতে বিএনপির কর্মসূচিতে এবং কেন্দ্রীয় নেতাদের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ