Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এন্টি টেররিজম ইউনিটের প্রধান হলেন রুহুল আমিন

কামরুল অতিরিক্ত আইজিপি প্রশাসন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ৬:২৫ পিএম

পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান হলেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) এস এম রুহুল আমিন। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। একই আদেশে এন্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির ডিআইজি জামিল আহমদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে বরিশাল মেট্টোপলিন পুলিশের পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোকতার হোসেনকে অতিরিক্ত ডিআইজি সিআইডি, সিলেট জেলার পুলিশ সুপার থেকে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিনকে অধিনায়ক র‌্যাব এবং পুলিশ সদর দফতরের এসপি সাহেদ মিয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ