Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিএমইএ এবং জিনোলজিয়া পোশাকখাতে সবুজ প্রযুক্তি প্রচারে একসাথে কাজ করবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১০:৪৭ পিএম

বিজিএমইএ এবং জিনোলজিয়া, বিশ্বখ্যাত টেক্সটাইল প্রযুক্তি প্রস্তুতকারক প্রতিষ্ঠান, বাংলাদেশের পোশাক শিল্পকে আরও দক্ষ ও টেকসই হয়ে উঠতে উদ্ভাবনামূলক প্রযুক্তি ও প্রক্রিয়া গ্রহনে সহায়তা করার জন্য একসাথে কাজ করবে। ৩০ আগষ্ট ২০২২ ঢাকায় বিজিএমই্এ কার্যালয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে জিনোলজিয়া এর প্রতিষ্ঠাতা ও সিইও এনরিক সিলা সাক্ষাতকালে এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং ডেনিম এক্সপার্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন, কান্ট্রি ডিরেক্টর- বাংলাদেশ তারিন চৌধুরী এবং ডিভিশন ডিরেক্টর- সিইএ মনুজ কাঞ্চন।

জিনোলজিয়া বাংলাদেশের পোশাক শিল্পকে সর্বশেষ টেক্সটাইল প্রযুক্তি এবং প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার জন্য সেন্টার অব ইনোভেশন, ইফিশিয়েন্সি এবং ওএসএইচ (উদ্ভাবনা, দক্ষতা এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কেন্দ্র)-কে প্রযুক্তিগত জ্ঞান দিয়ে সহায়তা প্রদান করবে।

বিজিএমইএ কর্তৃক প্রতিষ্ঠিত এই কেন্দ্রটির লক্ষ্য হলো শিল্পের ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং প্রতিযোগী সক্ষমতা বাড়াতে জ্ঞান, দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান দিয়ে শিল্পকে সহায়তা করা, যাতে করে শিল্প আরও দক্ষ ও টেকসই হয়ে উঠতে পারে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাক শিল্প যে মানুষ ও গ্রহের কল্যানকে অগ্রাধিকার দিয়ে টেকসই উপায়ে প্রবৃদ্ধি বাড়াতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই জিনোলজিয়ার সাথে সহযোগিতা প্রদানের বিষয়টি এসেছে।

তিনি বলেন, “বৈশ্বিক পোশাক শিল্প ভ’-গর্ভস্থ থেকে উত্তোলিত মিঠা পানি বিপুল পরিমানে ব্যবহার করে। বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ডগুলো পোশাক তৈরির প্রক্রিয়ায় পানির ব্যবহার কমিয়ে আনার ওপর জোর দিচ্ছে। বিজিএমইএ ভূ-গর্ভস্থ পানি সম্পদের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে বিকল্প উপায় পানির সংস্থান (পানির উৎসে বৈচিত্র্য আনয়ন) করতে অঙ্গীকারাদ্ধ।

ফারুক হাসান আরও বলেন, বিজিএমইএ তার কৌশলগত রূপকল্পে ২০৩০ সাল নাগাদ ৫০ শতাংশ পর্যন্ত ওয়াটার ফুটপ্রিন্ট কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। টেকসই উন্নয়নের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের এ ধারাবাহিক যাত্রায় এই ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহন করা অপরিহার্য।

জিনোলজিয়া এর সিইও এনরিক সিলা বলেন, অদূর ভবিষ্যতে পানিই হবে ব্যয়ের প্রধান চালক। তাই, বাংলাদেশকে জলবিহীন টেক্সটাইল হাব হতে সাহায্য করার মধ্য দিয়ে আমরা গ্রহ এবং আমাদের ক্রেতা বিজিএমইএ এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক স্বার্থ একীভুত করবো।

জিনোলজিয়া কিছু যুগান্তকারী ওয়াশিং টেকনোলজি উদ্ভাবন করেছে, যা পণ্যের ওয়াটার ফুটপ্রিন্ট হ্রাস করে এবং জলজ ইকো-সিস্টেমে দূষনের মাত্রা কমিয়ে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ