Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খোলাবাজারে ১১১ টাকা ৫০ পয়সা : ডলারের সঙ্কট কাটছে না

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

টাকার বিপরীতে মার্কিন ডলারের দৌড় থামাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে চলেছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার এক দিনে রেকর্ড পরিমাণ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। যা পরিমাণ ১৬ কোটি ৪০ লাখ ডলার। এর আগে কোনো একক দিনে এত বেশি পরিমাণ ডলার বিক্রি করেনি ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা। এরপরও বাজারে ডলারের সঙ্কট কাটছে না। গতকাল মঙ্গলবারও খোলাবাজারে ১১১ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে বিশ্ববাজারে প্রভাবশালী এই মুদ্রাটি।
গতকাল খোলাবাজারে প্রতি ডলারের জন্য ১১১ টাকা ৫০ পয়সা নিয়েছেন ব্যবসায়ীরা। এর একদিন আগে এই দর ছিল ১১১ টাকা। গত রোববারে তা ছিল ১১০ টাকা ৩০ পয়সা। তবে ব্যাংকগুলোতে দুই সপ্তাহ ধরে একই দামে ডলার কেনাবেচা হচ্ছে। ১০৪ থেকে ১০৬ টাকায় নগদ ডলার বিক্রি করছে ব্যাংকগুলো, রেমিট্যান্স সংগ্রহ করছে ১০৮ থেকে ১১০ টাকায়। আমদানিকারকদের কাছে এলসি (ঋণপত্র) খুলতে নিচ্ছে ১১২ থেকে ১১৪ টাকা পর্যন্ত।
খোলাবাজারে পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা ডলারের দর বাড়তে বাড়তে গত ১০ আগস্ট ১২০ টাকায় পৌঁছায়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ ব্যাংকের অভিযানের মুখে নিম্নমুখী হয় দর। একপর্যায়ে কমে তা ১১০ টাকার নিচে নেমে আসে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত ১১০ টাকার নিচে লেনদেন হয়েছে ডলার।
তবে চলতি সপ্তাহের প্রথম দিনেই আবার বেড়ে যায় দাম। গত রোববার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১১০ টাকা ২০ পয়সা থেকে ৩০ পয়সায় বিক্রি হয়েছে। গতকাল তা আরও বেড়ে ১১১ টাকায় ওঠে। জানতে চাইলে এক ব্যবসায়ী বলেন, মাঝে বাজারে ডলারের সরবরাহ বেশ বেড়েছিল। এখন আবার কমে গেছে। এখন মানুষ বিক্রি করে কম; কিনতে আসে বেশি। সে কারণেই দাম আবার বাড়ছে। মঙ্গলবার আমরা ১১১ টাকা দরে ডলার কিনেছি। আর বিক্রি করেছি ১১১ টাকা ৫০ পয়সায়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত সোমবার পর্যন্ত চলতি অর্থবছরের প্রায় দু’মাসে বাংলাদেশ ব্যাংক বাজারে ২২৯ কোটি ডলার বিক্রি করেছে। আর গত অর্থবছরে বিক্রি করে ৭৬২ কোটি ডলার। বৈদেশিক মুদ্রার সঙ্কট কাটাতে ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে প্রচুর টাকা উঠে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ