Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে টানা চার কার্যদিবসে উত্থান সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ব্যাংক-বিমা খাতের কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে গতকাল মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে। ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট।
ডিএসইর তথ্যমতে, বাজারে ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ২৪০টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ ৫৮ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ১৮৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর রয়েছে-ওরিয়ন ফার্মা, মালেক স্পিনিং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম। বাজারটিতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৮৪৮ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২ কোটি ২ লাখ ৫৮ হাজার ১০৫ টাকার শেয়ার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ