Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশে গুম-খুনের সংস্কৃতি চালু করেছে জিয়া: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১:৩১ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে গুম ও খুনের সংস্কৃতি চালু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মঙ্গলবার (৩০ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, এখন অনেকে গুম, খুন নিয়ে কথা বলছেন। এদেশে গুম-খুনের সংস্কৃতি সৃষ্টি করে গেছেন জিয়াউর রহমান। ভোট কারচুপিও শুরু হয় তাদের আমলে।

১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, সেদিন শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি দেশ ও জাতির ক্ষতি হয়েছে।

সরকারপ্রধান বলেন, ‘বাবাকে আন্তর্জাতিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোন বাঙালি তাকে (বঙ্গবন্ধু) মারতে পারে এটা তিনি কখনও বিশ্বাসই করতে পারেননি।’

বিদেশে বসে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।



 

Show all comments
  • মামুন ৩০ আগস্ট, ২০২২, ৩:১৮ পিএম says : 0
    আপনি প্রধানমন্ত্রী,আপনার মুখে এ ধরনের বকতব্য মানায় না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ