Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর শান্তিনগরে এক্সিম ব্যাংকের ১১৩তম শাখা উদ্বোধন

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অব্যাহত অগ্রগতির ধারাবাহিকতায় ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র শান্তিনগরে উদ্বোধন করা হলো এক্সিম ব্যাংকের ১১৩তম শাখা। গতকাল এ উপলক্ষে শান্তিনগর শাখায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো: আব্দুল মান্নান এমপি, ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য মো: শহিদুল্লাহ, মো: নূরুল আমিন ফারুক, মো: হাবিব উল্লাহ ডন, লে. কর্নেল অব: সিরাজুল ইসলাম বীর প্রতীক (বার), শান্তিনগর শাখার গ্রাহকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম মজুমদার বলেন, এক্সিম ব্যাংক তার ব্যাংকিং সেবা নিরন্তর পোঁছে দিচ্ছে কৃষক, শ্রমিক, পোশাক শিল্পের সাথে জড়িত মা-বোন, নিবেদিতপ্রাণ উদ্যোক্তা কিংবা প্রবাসী ভাইদের হাতে যারা বাংলাদেশের অর্থনীতির ভিত বাঁচিয়ে রেখেছে। সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া গ্রাহকবান্ধব বিনিয়োগ ও আমানত সেবাসমূহ সম্পর্কে আলোচনা করেন এবং সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদানসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক ও স্বীকৃতির বিষয় তুলে ধরে স্থানীয় ব্যবসায়ীদেরকে এক্সিম ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহŸান জানান। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ