পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বগুড়া অফিস : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বগুড়া জেলা শাখা ও বগুড়া ব্রেড,বিস্কুট ও কনফেকশনারি মালিক সমিতির এক জরুরি যৌথ গতকাল শনিবার বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বগুড়া ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও আকবরিয়া গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ হাসান আলী আলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি’র মহাসচিব ও বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব এম. রেজাউল করিম সরকার রবিন ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ এনামুল হক দুলাল। সভায় বক্তৃতা করেন যথাক্রমে-বগুড়া ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি মালিক সমিতি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদসহ বগুড়া ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি মালিক সমিতি’র সহ-সভাপতি রঞ্জিত কুমার পালিত ও মিসেস জাহানারা বেগম জলি, সাংগঠনিক সম্পদক সহিদুল ইসলাম সহিদ, বগুড়া জেলা রেস্তোরাঁ মালিক সমিতি’র সহ-সভাপতি আলহাজ হাফিজার রহমান (মহরম দই), যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব সাহিদুল হক কমল (শ্যামলী হোটেল) ও নুরুল বাশার চন্দন (এশিয়া সুইট্স), হাসনাত মামুন (কোয়ালিটি রেস্টুরেন্ট ) ও আবদুর রহমান খোকা (রহমানিয়া হোটেল) প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিগত দিনে দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য অপরাপর খাতের মত ক্ষতিগ্রস্ত হোটেল- রেস্তোরাঁ, দই-মিষ্টি এবং ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি ব্যবসার ক্ষতির কথা তুলে ধরে এ খাতের জন্য সরকারি কোন সুবিধা না দিযে মুসক (ভ্যাট), ভ্রাম্যমাণ আদালত, ভোক্তা অধিকার সংরক্ষণ, বিএসটিআই, পরিবেশ প্রভৃতি দপ্তরের নামে হয়রানীর প্রতিকার চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর তথা জেলা প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।