Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয় -হাইকোর্টের রুল

গৃহকর্মী সুরক্ষায় গাইডলাইনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০২ এএম

গৃহকর্মী সুরক্ষা,নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকল্পে পরিপূর্ণ গাইডলাইন করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও অকার্যকর ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।আইনমন্ত্রী,আইন মন্ত্রণালয়ের সচিবসহ ৮ জনকে রিটে বিবাদী করা হয়েছে।রিটের শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের এবঙ বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার কাজী মারুফুল আলম। কাজী মারুফুল আলম বলেন,গৃহকর্মীদের নিয়ে ২০১৫ সালে একটি সুরক্ষা ও কল্যাণ নীতি করা হয়েছিল।কিন্তু সেখানে গৃহকর্মীদের সুযোগ-সুবিধার বিষয়ে অনেক সীমাবদ্ধতা,ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে অস্পষ্টতা রয়েছে।এ বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন চেয়ে গত ২০ আগস্ট আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট চারজনকে একটি নোটিশ পাঠিয়েছিলাম। কিন্তু সেই নোটিশের কোনো জবাব না পেয়ে মানবাধিকার সংগঠন ‘ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড)’পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম বাদী হয়ে রিট করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ